বাসস দেশ-২৮ : ইসিতে দলের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ

140

বাসস দেশ-২৮
আওয়ামী লীগ-নির্বাচনী ব্যয়
ইসিতে দলের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ
ঢাকা, ২১ এপ্রিল, ২০১৯ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ইসিতে এই হিসাব জমা দেয়।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট রিয়াজুল কবীর কাওছারসহ ৮ জন সদস্য এসময় উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলের সদস্যরা আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদার কাছে দলের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়।
সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ইসি সচিবালয়ের যুগ্ম সচিব মো. আবুল কাশেম উপস্থিত ছিলেন।
ইসিতে দাখিলকৃত হিসাব অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয়ভাবে ব্যয় হয়েছে ১ কোটি ৫ লাখ টাকা।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচন শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হবে। কোনো দল ৯০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে না পারলে ইসি তাদের সতর্ক করে নোটিশ দিয়ে পরবর্তী ৩০ দিনের মধ্যে হিসাব জমা দেয়ার নির্দেশ দিতে পারবে। এ সময়ের মধ্যে কোনো দল হিসাব জমা দিতে ব্যর্থ হলে ইসি তাদের ১০ লাখ টাকা জরিমানা করে পরবর্তী ১৫ দিনের মধ্যে হিসাব জমা দেয়ার নির্দেশ দিতে পারবে। এ ধাপেও কোনো দল হিসাব দিতে ব্যর্থ হলে ইসি সেই দলের নিবন্ধন বাতিল করতে পারবে।
বিধি অনুযায়ী গত ৩১ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব দেয়ার কথা ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর কোনটিই হিসাব জমা দেয়নি। পরে ইসি চিঠি দিয়ে তাদের ৩০ দিনের মধ্যে হিসাব জমা দেয়ার জন্য বলে।
বাসস/এএসজি/এমএসএইচ/১৮২৫/-কেএমকে