নৌবাহিনী প্রধান চীনে গেছেন

181

ঢাকা, ২১ এপ্রিল, ২০১৯ (বাসস) : নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী আজ রোববার গণচীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
আগামী ২২ হতে ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য গণচীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকীতে যোগদানের উদ্দেশ্যে তিনি চীন সফরে গেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা এর কমডোর এম মুসা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।
গণচীনে অবস্থানকালে নৌবাহিনী প্রধান চীনের নৌপ্রধানসহ বিভিন্ন উর্ধ্বতন নৌবাহিনীর কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
এছাড়া, তিনি সেখানে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ এ অংশগ্রহণ করবেন। সফরকালে নৌপ্রধান চীনের বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও, গণচীনের যুদ্ধজাহাজ ও সাবমেরিন একাডেমিসহ বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শন করবেন।
সফর শেষে নৌপ্রধান আগামী ২৮ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।