বাসস দেশ-২৫ : রাজধানীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের পাঁচ সদস্য গ্রেফতার : ভুয়া নিয়োগপত্র জব্দ

118

বাসস দেশ-২৫
র‌্যাব-অভিযান-গ্রেফতার
রাজধানীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের পাঁচ সদস্য গ্রেফতার : ভুয়া নিয়োগপত্র জব্দ
ঢাকা, ২১ এপ্রিল, ২০১৯ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের পাঁচসদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।
তারা হচ্ছে- নজরুল ইসলাম ওরফে মানিক (৫৩), ফারুক হাসান (৩৮), আবুল কাশেম (৬০), সাইফুল ইসলাম (২৫) ও মাসুদ রানা (৩২)।
তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৪ কোটি ৯৮ লাখ ৫৩ হাজার ৮০টাকার ৮৬টি চেক, চাকরির ভুয়া নিয়োগপত্র ৬২টি, অলিখিত নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র‌্যাব-২ এর একটি দল শনিবার রাতে মোহাম্মদপুরে বছিলা গার্ডেন সিটি মোহাম্মদিয়া বেকারি সংলগ্ন একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে ।
তিনি আরো জানান, বিভিন্ন বাহিনীতে চাকরি প্রত্যাশীদের টার্গেট করে চাকরি পাইয়ে দিতে ভুয়া চুক্তিপত্র করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত এই প্রতারক চক্র। প্রতারক চক্রের সদস্যরা গত ৪/৫ বছরে পাঁচ শতাধিক লোকের কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান,প্রতারকরা নিজেদের কখনও মেজর, ক্যাপ্টেন ও ডিবি পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮০৭/কেজিএ