বাসস দেশ-২৩ : বিএসএমএমইউতে পায়ুপথের রোগের সফল লেজার সার্জারি সম্পন্ন

141

বাসস দেশ-২৩
বিএসএমএমইউ-সার্জারি
বিএসএমএমইউতে পায়ুপথের রোগের সফল লেজার সার্জারি সম্পন্ন
ঢাকা, ২১ এপ্রিল, ২০১৯ (বাসস): প্রথমবারের মতো কাটাছেড়া ছাড়াই রক্তপাত বিহীনভাবে পায়ুপথের রোগের সফল লেজার সার্জারি সম্পন্ন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কলোরেক্টাল সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, শনিবার পাইলস, ফিস্টুলা ও ফিশার রোগে আক্রান্ত তিনজন রোগীর আধুনিক লেজার প্রযুক্তি ব্যবহার করে দক্ষতার সাথে সফলভাবে এই অস্ত্রোপচার করেন বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ আবু তাহের।
এসময় কলোরেক্টাল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শাহাদত হোসেন ও অধ্যাপক ডা. মোঃ সাহাদত হোসেন সেখ উপস্থিত ছিলেন।
লেজার প্রযুক্তি ব্যবহার করে কোনোরকম কাটা ছাড়া ও রক্তপাত বিহীন পায়ুপথের রোগসমূহে আক্রান্ত রোগীদের সফলভাবে সার্জারি সম্পন্ন করায় কলোরেক্টাল সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া।
বাসস/সবি/বিকেডি/১৮০০/কেকে