বাসস দেশ-১৫ : সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে কন্ঠশিল্পী সুবীর নন্দীর চিকিৎসা চলছে

118

বাসস দেশ-১৫
সুবির নন্দী – চিকিৎসা
সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে কন্ঠশিল্পী সুবীর নন্দীর চিকিৎসা চলছে
ঢাকা, ২১ এপ্রিল, ২০১৯ (বাসস) : ঢাকা সিএমএইচ এর আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর চিকিৎসা সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ এবং দৈনিক মেডিক্যাল বোর্ডের মাধ্যমে চলছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিঞ্জপ্তিতে আজ বলা হয়েছে, বর্তমানে তাঁর সার্বিক শারীরিক অবস্থা এখনও অপরিবর্তীত এবং এই অবস্থায় তাঁকে দেশের বাহিরে স্থানাস্তর করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রখ্যাত সংগীত শিল্পী সুবীর নন্দীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অধ্যাপক সামন্তলাল সেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও এতে বলা হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকগণের মতে, বর্তমানে সিএমএইচ ঢাকাতে তাঁকে যে চিকিৎসা দেয়া হচ্ছে তার চেয়ে অধিক বা নতুন কোন চিকিৎসা প্রয়োগ করার সম্ভাবনা আপাতত নাই।
এই অবস্থায় তাঁকে দেশের বাহিরে স্থানাস্তর করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে তার সার্বিক শারীরিক অবস্থা এখনও অপরিবর্তীত রয়েছে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সংগীত শিল্পী- সুবীর নন্দী’কে সিএমএইচ, ঢাকার জরুরী বিভাগে আনা হয়। তিনি ট্রেনযোগে শ্রীমঙ্গল হতে ঢাকায় আসার পথে কয়েকবার বমি করেন, গলায় প্রচন্ড ব্যথা অনুভব করেন ও খুবই অসুস্থ হয়ে পড়েন। সিএমএইচ, ঢাকায় আগমনের কিছুক্ষণের মধ্যে তার কার্ডিয়াক এ্যারেস্ট হয়। ৩-৪ মিনিট সর্বাত্মক চেষ্টার পর তার হার্ট চালু হয় এবং তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এরপর তাঁকে সিএমএইচ ঢাকার আইসিইউ’তে স্থানান্তর করা হয়।
তার মেডিকেল ইতিহাস থেকে জানা যায় যে, তিনি বহুদিন থেকে দীর্ঘমেয়াদী কিডনী রোগে ভুগছেন ও ডায়ালাইসিস নিচ্ছেন। ২০১৩ সালে আমেরিকায় তার বাইপাস সার্জারী হয় এবং এবছরের ফেব্রুয়ারিতে আমেরিকায় আবার এনজিওপ্লাস্টি করা হয় । সিএমএইচ এর ইমার্জেন্সীতে কার্ডিয়াক এ্যরেস্ট হবার পূর্বে তাঁর রক্তে পটাশিয়ামের মাত্রা অনেক বেশী ছিল।
বাসস/আইএসপিআর/কেসি/১৬৫৫/কেএমকে