বাসস দেশ-১০ : শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় ওয়ার্কার্স পার্টির নিন্দা

106

বাসস দেশ-১০
ওয়ার্কার্স পার্টি-নিন্দা
শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় ওয়ার্কার্স পার্টির নিন্দা
ঢাকা, ২১ এপ্রিল, ২০১৯ (বাসস): শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে একযোগে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ ।
আজ রোববার এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ‘ইস্টার সানডে’তে প্রার্থনারত মানুষের উপর এই বর্বরোচিত হামলার ঘটনায় সব শান্তি প্রিয় মানুষ ক্ষুব্ধ ও স্তম্ভিত।
তারা বলেন, দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশে উগ্র সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হামলায় আমরা উদ্বিগ্ন। তারা এতদঅঞ্চলের শান্তিকামী, শুভবুদ্ধিসম্পন্ন গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই সস্ত্রাসী কার্যক্রম মোকাবেলা ও প্রতিহত করার আহ্বান জানান।
বাসস/সবি/এফএইচ/১৬১০/আরজি