বাজিস-৪ : বরগুনায় কৃষকদের মধ্যে প্রণোদনা প্রদান

152

বাজিস-৪
বরগুনা-কষকদের প্রণোদনা
বরগুনায় কৃষকদের মধ্যে প্রণোদনা প্রদান
বরগুনা, ২১ এপ্রিল, ২০১৯ (বাসস) : খরিপ ২০১৯-২০ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বরগুনা সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মোট ৩ হাজার ২শ’ ৫০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে এ প্রণোদনা সহযোগিতা প্রদান করা হয়।
রোববার বরগুনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক চাষিদের মধ্যে প্রণোদনা প্রদান উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তছমিন সভাপত্বি করেন। বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মতিউর রহমান,বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, সেচ্ছাসেবক লীগের সভাপতি কেএম আ. রশিদ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মে. তৌহিদুল প্রমুখ।
সভাসূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার পৌরসভাসহ মোট ১১ টি ইউনিয়নের ৩ হাজার ২৫০ জনকে ৫ কেজি উন্নত মানের বীজ, বিভিন্ন ধরনের ২৫ কেজি করে সার বিতরণ করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সূত্রে আরো জানা গেছে, বরগুনা জেলায় প্রায় ১১ হাজার কৃষকের মধ্যে এ ধরনের প্রণোদনা সহযোগিতা প্রদান করা হবে। এলাকায় এধরনের সহযোগিতার ফলে উন্নত মানের ধান উৎপাদন হবে বলে বক্তারা জানান।
বাসস/সংবাদদাতা/১৪৩৫/নূসী