বাসস দেশ-৩০ : শাহজালালে ১৪ কেজি সোনা উদ্ধার

262

বাসস দেশ-৩০
শাহজালাল-সোনা উদ্ধার
শাহজালালে ১৪ কেজি সোনা উদ্ধার
ঢাকা, ২০ এপ্রিল, ২০১৯ (বাসস) : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ ১৪ কেজি ওজনের মোট ১২০ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি ইউনিট শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পরিত্যক্ত অবস্থায় ইউএস বাংলা বিমানের টয়লেট থেকে এসব সোনার বার উদ্ধার করে।
উদ্বারকৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শহীদুল ইসলাম আজ বাসসকে সোনা উদ্বারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার (বিএস-২১৪) নম্বরের বিমানটি শনিবার সন্ধ্যা সাড়ে ৪টার দিকে শাহজালাল বিমাবন্দরে অবতরণ করে।
গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা দল বিমানটি শাহজালালে নামার পর কঠোর নজরধারী রাখে। বিমান ল্যান্ড করার পরপরই শুল্ক গোয়েন্দা দলের সদস্যরা তল্লাশি চালিয়ে টয়লেট থেকে এসব সোনা উদ্ধার করে।
তিনি আরও বলেন, আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। সোনাগুলো শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের হেফাজতে আছে। এব্যাপারে কাউকে আটক করা যায়নি।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২০২৬/কেজিএ