২০ লাখ রুপি করে জরিমানা হার্ডিক-রাহুলের

387

নয়াদিল্লি, ২০ এপ্রিল ২০১৯ (বাসস) : নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় জরিমানার কবলে পড়লেন ভারতের দুই ক্রিকেটার হার্ডিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। একটি জনপ্রিয় টেলিভিশন শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দু’জনকেই ২০ লাখ রুপি করে জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)। দু’জনই আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পেয়েছেন।
বোর্ডের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ডিকে জৈন এই শাস্তির কথা নিশ্চিত করেন। রাজ্য ক্রিকেটের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি জৈনকে ভারতীয় বোর্ডের ন্যায়পাল হিসেবে নিয়োগ দেয় সুপ্রিম কোর্ট।
সবকিছু তদন্তের পর হার্ডিক-লোকেশ জরিমানা করা হয়। দু’জন ২০ লাখ রুপি করে জরিমানা দিবেন। এরমধ্যে ১০ লাখ টাকা যাবে দৃষ্টিহীনদের জন্য গড়া ক্রিকেট সংগঠনের খাতে। বাকী অর্থ দায়িত্বরত অবস্থায় মারা যাওয়া সেনাসদস্যদের পরিবারের পুনর্বাসনের জন্য গঠিত ফান্ডে।