বাজিস-৯ : ভোলায় স্বাস্থ্য সচেতনতায় স্কুল ক্যাম্পেইন

134

বাজিস-৯
ভোলা-ক্যাম্পেইন
ভোলায় স্বাস্থ্য সচেতনতায় স্কুল ক্যাম্পেইন
ভোলা, ২০ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়াতে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
‘জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ-২০১৯’ এর সমাপনী দিনে আজ শনিবার দুপুরে স্থানীয় এ.রব স্কুল এন্ড কলেজ-এর হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার।
এ. রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন অনুষ্ঠানে সভাপত্বিত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিভিল সার্জন ডা.রথীন্দ্রনাথ মজুমদার বলেন, ভবিষৎ প্রজন্মকে মেধাসম্পন্ন করে গড়ে তুলতে হলে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। এ ধরণের সচেতনতা অপুষ্টি ও অপুষ্টিজনিত রোগসমূহ প্রতিরোধে শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাসস/এইচএএম/১৭০৫/-এমকে