নড়াইলে জমে উঠেছে ঈদের কেনা-বেচা

233

নড়াইল, ১০ জুন, ২০১৮ (বাসস) : পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নড়াইলের মার্কেটগুলোতে বেড়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। শহরের পৌরসুপার মার্কেট, আলতাব হোসেন সুপার মার্কেট, শিকদারপ্লাজা, ভূইয়া শপিংমলসহ বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, মহিলাদের শাড়ি আর মেয়েদের গাউন, থ্রিপিস, ফোরপিস, ছেলেদের জিন্সের প্যান্ট, গেঞ্জি, পাঞ্জবি বেশি বিক্রি হচ্ছে। নতুন নতুন ডিজাইনের বাহারি পোশাক দিয়ে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। পছন্দের পোশাকটি খুুজতে দোকানে দোকানে ঘুুরছেন ক্রেতারা। পোশাকের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান ক্রেতা-বিক্রেতারা।
পবিত্র ঈদ-উল-ফিতরের দিন যতই ঘনিয়ে আসছে শহরের দোকান গুলোতে ক্রমেই বাড়ছে ক্রেতাদের ভিড়। পছন্দের নতুন পোশাকের খোঁজে এক দোকান থেকে অন্য দোকানে যাচ্ছে ক্রেতারা। এ বছর রমজানের প্রথম থেকে লেগেছে ঈদের ছোয়া। তবে ১৫ রমজানের পর থেকে ক্রেতাদের ভিড় অনেক বেড়েছে। দোকানে দোকানে কেউ কিনছে, কেউ খুুজছেন পছন্দের পোশাক। এ বছর ঈদের পোশাকের মান নিয়ে খুশি ক্রেতারা। জৈষ্ঠের খরতাপ ছাড়া এ বছর সবকিছু ভাল ভাবে চলছে। এ মুহুর্তে বেচাকেনায় খুশি বিক্রেতারা। কাপড়ের সাথে মিলিয়ে প্রসাধনী সামগ্রীসহ অন্যান্য জিনিস কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা।
রংধনু ফ্যাশানের মালিক মহিদুর রহমান বলেন, মেয়েদের গাউন, থ্রিপিস, ফোরপিস এবছর বেশি বিক্রি হচ্ছে কাপড়ের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে ।
বাচ্চার জন্য কেনা-কাটা করতে আসা গৃহবধু মুক্তি খানম বলেন, বাচ্চাদের জন্য কাপড় কিনতে এসেছি পছন্দমত কাপড় পাওয়া যাচ্ছে মূল্যও সহনীয় পর্যায়ে রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শহরের বিপণী বিতান গুলোতে সাদা পোশাকের পাশাপাশি, ডিবি পুলিশ ও পোশাকে পুলিশ আইন শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করছে।