বাজিস-৭ : গোপালগঞ্জে পলিথিন বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

138

বাজিস-৭
গোপালগঞ্জ- জরিমানা
গোপালগঞ্জে পলিথিন বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
গোপালগঞ্জ, ১৯ এপ্রিল ২০১৯ (বাসস) : জেলার টুঙ্গিপাড়ায় উপজেলায় নিষিদ্ধ পলিথিন বিক্রি করার দায়ে আজ শুক্রবার দুই ব্যবসায়ীকে আশিহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একহাজার ৩৫০ কেজি পলিথিন ধ্বংস করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।
র‌্যাব-৮ সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে গোপনে নিষিদ্ধ পলিথিন বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় ওই বাজারের মেসার্স পদ্মা স্টোর ও মেসার্স একে স্টোরে অভিযান চালিয়ে একহাজার ৩৫০ কেজি পলিথিন জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত মেসার্স পদ্মা স্টোরের মালিক তাপস সাহাকে ৫০ হাজার টাকা ও মেসার্স একে স্টোরের মালিক গোবিন্দ সরকারকে ৩০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকার জরিমানা করেন। সেই সাথে জব্দকৃত পলিথিন ধ্বংস করার নিদের্শ দেন। এসময় জব্দকৃত পলিথিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাসস/সংবাদদাতা/১৯০৫/এমকে