বাসস বিদেশ-২ : মঙ্গোলিয়ার উদ্দেশে দেশত্যাগ করছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

177

বাসস বিদেশ-২
নেপাল- মঙ্গোলিয়া
মঙ্গোলিয়ার উদ্দেশে দেশত্যাগ করছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী
কাঠমান্ডু, ১০ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গায়াওয়ালি শনিবার দুই দিনের সফরে মঙ্গোলিয়ার উদ্দেশে দেশত্যাগ করেছেন।
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
সফরকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ইন্টারন্যাশনাল থিংকট্যাংক ফর ল্যান্ডলকড কান্ট্রিস (আইটিটি-এলএলডিসিস) এর আন্তঃসরকার বৈঠকে যোগ দিবেন।
১১ ও ১২ জুন মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
নেপাল উলান বাটর ভিত্তিক আইটিটি-এলএলডিসিসি’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বৈঠকে সদস্য রাষ্ট্ররা বিদেশে সরাসরি বিনিয়োগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সংযোগের মতো ইস্যুর ওপর বক্তব্য রাখবে।
বাসস/কেএআর/১১৩৫/কেকে