বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

407

ইসলামী বিশ্ববিদ্যালয়, ১৩ মার্চ, ২০১৮ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহবাহক প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক প্রফেসর ড. মোহা. মেহের আলী।
ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনটি ক্যাটাগরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে একই প্রতিষ্ঠান ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবারও তিনটি ক্যাটাগরিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর ভিন্ন ভিন্ন বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।