বাসস দেশ-২৪ : রমজানে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা : বাণিজ্য সচিব

357

বাসস দেশ-২৪
বাণিজ্য সচিব-মতবিনিময়
রমজানে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা : বাণিজ্য সচিব
চট্টগ্রাম, ১৮ এপ্রিল ২০১৯ (বাসস) : যথেষ্ট পরিমাণ পণ্য মজুদ রয়েছে, এরপরও রমজানে কেউ দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বাণিজ্য সচিব বলেন, রমজানে প্রয়োজনীয় ভোগ্য পণ্যের যথেষ্ট মজুদ আছে। তাই দাম বাড়ার কারণ নেই।
তিনি বলেন, কাউকে জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়। ক্রেতারা যাতে ন্যায্যমূল্যে পণ্য পায় সেটি আমাদের উদ্দেশ্য। ব্যবসায়ীরা লাভ করবে। তবে মজুদ, সিন্ডিকেট অপরাধের পর্যায়ে পড়ে। তখন আইনের কঠোর প্রয়োগের বিকল্প থাকেনা।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিতে এ মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, ক্যাব সভাপতি এসএম নাজের হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/জিই/এসকেবি/এমএমবি/১৮৪৬/কেএমকে