বাসস ক্রীড়া-৬ : বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দক্ষিণ আফ্রিকা দল

189

বাসস ক্রীড়া-৬
বিশ্বকাপ-দ:আফ্রিকা-দল-লীড
বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দক্ষিণ আফ্রিকা দল
জোহানেসবার্গ, ১৮ এপ্রিল, ২০১৯ (বাসস/এএফপি) : ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষনা করেছেন দক্ষিণ আফ্রিকা।
দল: ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডিকক(উইকেটরক্ষক), জেপি ডুমিনি, আমরান তাহির, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিখ নর্টি, আন্দিল ফেলুকুয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, ডেল স্টেইন, রাসি ভ্যান ডার ডুসেন।
বাসস/এএফপি/স্বব/১৭৫৫/মোজা/এএমটি