বাসস ক্রীড়া-৫ : আবারো ব্যাট হাতে আলো ছড়ালেন ব্যানক্রফট

106

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-ব্যানক্রফট
আবারো ব্যাট হাতে আলো ছড়ালেন ব্যানক্রফট
চেস্ট্রার-লি-স্ট্রিট, ১৮ এপ্রিল ২০১৯ (বাসস) : আবারো ব্যাট হাতে আলো ছড়ালেন বল-টেম্পারিং দায়ে নয় মাস নিষিদ্ধ থাকা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ওয়ানডে কাপে ডারহামের হয়ে অপরাজিত ১৫১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। তার সাথে সেঞ্চুরি করেছেন মাইকেল রিচার্ডসন। ব্যানক্রফট-রিচার্ডসনের জোড়া সেঞ্চুরিতে ডারহাম ৭২ রানে হারিয়েছে নর্দাম্পটনশায়ারকে।
৮টি চার ও ৫টি ছক্কায় ১৩০ বলে অপরাজিত ১৫১ রান করেন ব্যানক্রফট। ৯৬ বলে ৮ বাউন্ডারিতে রিচার্ডসনের ১০২ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪২ রান করে ডারহাম। জবাবে ২৭০ রানে অলআউট হয় নর্দাম্পটনশায়ার।
২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে বল ন্যাক্কারজনক টেম্পোরিং করেন ব্যানক্রফট। বল টেম্পারিং-এ ব্যানক্রফটকে সহায়তা করেন অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। যার প্রেক্ষিতে ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক ব্যানক্রফট নয় মাস ও স্মিথ-ওয়ার্নার এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন।
বাসস/এএমটি/১৬৫০/মোজা/স্বব