বাসস দেশ-৯ : সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের প্রকল্প পরিচালক হিসাবে নিয়োগ দেয়ার পরামর্শ

176

বাসস দেশ-৯
কমিটি- অনুমিত হিসাব
সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের প্রকল্প পরিচালক হিসাবে নিয়োগ দেয়ার পরামর্শ
ঢাকা, ১৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভায় সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের যে কোন প্রকল্প পরিচালক হিসাবে নিয়োগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি মো: আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়সা খান সভায় অংশগ্রহণ করেন।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের অধীনে সুপার স্পেসালাইজড হাসপাতাল স্থাপনের প্রকল্প সম্পর্কিত যাবতীয় তথ্য আগামী ২ মাসের মধ্যে কমিটিতে প্রেরণ করতে এবং প্রকল্প পরিচালককে আগামী বৈঠকে উপস্থিত হতে পরামর্শ দেয়া হয়।
আইএমইডি এর সচিব, স্বাস্থ্য মন্ত্রণায়ের বিভিন্ন বিভাগ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৫৫৭/-আরজি