বাসস বিদেশ-৪ : হোদেইদা থেকে ইয়েমেনের বিভিন্ন পক্ষকে সরে যাওয়ার আহ্বান জাতিসংঘের

153

বাসস বিদেশ-৪
ইয়েমেন-সংঘাত-জাতিসংঘ
হোদেইদা থেকে ইয়েমেনের বিভিন্ন পক্ষকে সরে যাওয়ার আহ্বান জাতিসংঘের
জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ১৮ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক): জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহী গ্রুপের সদস্যদের গুরুত্বপূর্ণ নগরী হোদেইদা থেকে ‘যত দ্রুত সম্ভব’ সরে যেতে বৃহস্পতিবার আহ্বান জানিয়েছে। চারমাস আগে করা অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী তাদেরকে সরে আসার এ আহ্বান জানানো হলো। খবর এএফপি’র।
নিরাপত্তা পরিষদের সর্বসম্মত এক বিবৃতিতে হুশিয়ার করে দেয়া হয় যে তারা পর্যবেক্ষণ করবে দলগুলো সরে যাওয়ার পরিকল্পনা প্রতিপালন করছে কিনা। এছাড়া সকল পক্ষ প্রতিশ্রুতি পালন করছে কিনা সে ব্যাপারে নিরাপত্তা পরিষদ জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।
সুইডেনে করা অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী গত ডিসেম্বরে সকল বাহিনী তাদের সদস্যদের সরিয়ে নিতে সম্মত হয়।
চারমাস আগের এ চুক্তি এখন পর্যন্ত বাস্তবায়ন না করায় নিরাপত্তা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তবে এ শান্তি প্রচেষ্টায় যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কোন হুমকি দেয়া হয়নি।
বাসস/এমএজেড/১১৫৫/এমএবি