বাজিস-২ : চাঁদপুরে ৫১ হাজার জেলের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

210

বাজিস-২
চাঁদপুর- খাদ্য সহায়তা
চাঁদপুরে ৫১ হাজার জেলের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
চাঁদপুর, ১৮এপ্রিল , ২০১৯( বাসস ) : ইলিশের পোনা জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ৯০ কিলোমিটার এলাকায় অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৪ মাস জেলেদেরকে সরকার বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা হিসেবে বিজিএফের ৪০ কেজি করে চাল প্রদান করছেন।
জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলার নিবন্ধিত ৫১ হাজার ১৯০জন জেলের মাঝে ইউনিয়ন ভিত্তিক এসব খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে এপ্রিলের চাল বেশিরভাগ জেলেই পেয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলার হানারচর ইউনিয়নে তৃতীয় পর্যায়ে ২হাজার ৩৮৭জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়।
এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দু ছাত্তার রাঢ়ী, ট্যাগ অফিসার সুধির চন্দ্র পর্বত, ইউপি সচিব আব্দুল কুদ্দুছ রোকনসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার আমিনুল ইসলাম জানান,জেলেরা খাদ্য সহায়তা পেয়ে খুশি, কারণ এ সময় তাদের হাতে কাজ থাকেনা। এ ছাড়া বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সরকার জেলেদের বিভিন্ন উপকরণ দিচ্ছে। তাতেও জেলেরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে। আর এবছর জেলেরা প্রশাসনের কঠোর নজরদারির কারণে নদীতে তেমন জাটকা নিধন করতে পারেনা। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুর জেলার অভয়াশ্রমে অভিযান অব্যাহত থাকবে।
বাসস/সংবাদদাতা/১০৩০/নূসী