বাসস ক্রীড়া-১০ : স্টান্ডবাই হিসেবে ভারতীয় দলে রাইদু, পন্থ ও নবদ্বীপ

213

বাসস ক্রীড়া-১০
ভারত-স্টান্ডবাই
স্টান্ডবাই হিসেবে ভারতীয় দলে রাইদু, পন্থ ও নবদ্বীপ
নয়াদিল্লি, ১৭ এপ্রিল, ২০১৯ (বাসস/পিটিআই) : আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে স্টান্ডবাই হিসেবে ডাক পেলেন তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ, অভিজ্ঞ ব্যাটসম্যান আম্বাতি রাইদু। এ ছাড়া ৩০ মে শুরু হওয়া এ মেগা ইভেন্টে ভারতীয় পেস আক্রমণের ব্যাকআপ হিসেবে ডাক পেয়েছেন নবদ্বীপ সাইনি।
গত সোমবারই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছিলেন ভারতীয় নির্বাচকরা। তবে দুই দিনের মাথায় ব্যাকআপ হিসেবে এ তিনজনকে দলে ডাকেন তারা।
পন্থের বাদ পড়ায় বিস্ময় প্রকাশ করেন দলটির সাবেক অধিনায়ক কিংবদন্তী সুনিল গাভাস্কার । রাইদুর বাদ পড়া নিয়ে প্রশ্ন তোলেন গৌতম গম্ভীর।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক উর্ধ্বতন কর্মকর্তা আজ বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির মত বিশ্বকাপেও আমরা তিন জনকে স্টান্ডবাই হিসেবে রেখেছি। প্রথম ও দ্বিতীয় স্টান্ডবাই হিসেবে আমরা ঋষভ পন্থ ও আম্বাতি রাইদুকে রেখেছি এবং বোলার হিসেবে আছে সাইনি। কোন প্রকার ইনজুরি সমস্যা দেখা দিলে প্রয়োজন অনুসারে এ তিন জনের একজনকে নেয়া হবে।’
এ ছাড়া নেট বোলার হিসেবে দলের সঙ্গে যাবে খলিল আহমেদ, আবেশ কান ও দিপক চাহার।
সাউদাম্পটনে ৫জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।
বাসস/পিটিআই/স্বব/১৯১৫/মোজা/এমএইচসি