বাসস দেশ-২৮ : ভারতের মুম্বাই’য়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

201

বাসস দেশ-২৮
মুজিবনগর-দিবস-পালন
ভারতের মুম্বাই’য়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ঢাকা, ১৭ এপ্রিল, ২০১৯ (বাসস) : বাংলাদেশের প্রথম সরকার গঠনের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করতে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে আজ বুধবার ভারতের বাংলাদেশ উপ-হাই কমিশন, মুম্বাই প্রাঙ্গণে পালিত হয়েছে।
পালিত কর্মসূচির মধ্যে ছিল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা, বিশেষ দোয়া-মোনাজাত এবং বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র ‘মুজিবনগর সরকার’ প্রদর্শন।
আজ বুধবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় একথা বলা হয়।
আলোচনা পর্বে উপ-হাই কমিশনার মো. লুৎফর রহমান বাংলাদেশের ইতিহাসে মুজিবনগর দিবসের গুরুত্ব তুলে ধরেন। বক্তৃতায় তিনি উল্লেখ করেন, এই সরকারের শপথ গ্রহণের মাধ্যমেই বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বে তার অভিযাত্রা শুরু করে। এই সরকারের অসাধারণ দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা, সুযোগ্য নেতৃত্ব ও সার্বিক দিক-নির্দেশনার মাধ্যমেই বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে চুড়ান্ত বিজয় অর্জন করে।
আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপ-হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ এবং তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএন/১৯১৯/কেজিএ