বাসস দেশ-৭ : বিজিএমইএ ভবন ভাঙতে চলতি মাসের শেষ সপ্তাহে কার্যাদেশ দেয়া হবে : গণপূর্তমন্ত্রী

113

বাসস দেশ-৭
বিজিএমইএ-ভবন-ভাঙ্গা
বিজিএমইএ ভবন ভাঙতে চলতি মাসের শেষ সপ্তাহে কার্যাদেশ দেয়া হবে : গণপূর্তমন্ত্রী
ঢাকা, ১৭ এপ্রিল, ২০১৯ (বাসস) : আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজিএমইএ ভবন ভাঙতে চলতি মাসের শেষ সপ্তাহে কার্যাদেশ দেয়া হবে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
আগামী তিন মাসের মধ্যে ভবনের ধ্বংসস্তুপ সরানো হবে জানিয়ে তিনি বলেন, ‘ম্যানুয়াল পদ্ধতিতে নয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজিএমইএ ভবন ভাঙা হবে। তবে কী পদ্ধতিতে ভবনটি ভাঙা হবে, তা চূড়ান্ত করা হবে আগামী ২৫ এপ্রিল।’
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গণপূর্তমন্ত্রী এ সব কথা বলেন।
রেজাউল করিম বলেন, ‘ভবনটি ভাঙতে ইতোমধ্যে টেন্ডার ডাকা হয়েছে। ২৪ এপ্রিলের মধ্যে দরপত্র জমা দিতে হবে। আর ২৫ এপ্রিলের মধ্যে বাছাই করা হবে ঠিকাদার। উপযুক্ত দেশীয় প্রতিষ্ঠান না পেলে বিদেশি প্রতিষ্ঠানকেই ভবনটি ভাঙার দায়িত্ব দেয়া হবে।’
সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ভবনটি ভাঙার কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার ভবনটি ভাঙার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে। ইতোমধ্যে ভবনটিকে আমাদের দখলে নিয়েছি, ভবনে অন্য কারো প্রবেশ নিষিদ্ধ করেছি।
বাসস/এএসজি/বিকেডি/১৫০৫/এমএবি