বাসস দেশ-৩ : নটরডেম ক্যাথিড্রাল ভস্মীভূত হওয়ার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

147

বাসস দেশ-৩
পররাষ্ট্রমন্ত্রী-শোক
নটরডেম ক্যাথিড্রাল ভস্মীভূত হওয়ার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
ঢাকা, ১৭ এপ্রিল, ২০১৯ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গত ১৫ এপ্রিল ভয়াবহ অগ্নিকান্ডে প্যারিসের নটরডেম ক্যাথিড্রাল ভস্মীভূত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
ফ্রান্সের ইউরোপ এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জ্যঁ ইভস লো দ্রিয়াঁকে পাঠানো এক বার্তায় মোমেন বলেন,নটরডেম ক্যাথিড্রাল ফ্রান্সের প্রতীক এবং এটি বিশ্ব ঐতিহ্যের অংশ ।
তিনি বলেন,ক্যাথিড্রালের বিপুল ক্ষতি কেবল ফ্রান্সেরই নয়,এটি গোটা মানবতার জন্যও ক্ষতি।
ফ্রান্সের জনগণের দু:খ ও বেদনার সমব্যথী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এই দু:সময়ে সংহতি প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
তিনি জ্যঁ ইভস লো দ্রিয়াঁ এবং ফ্রান্সের জনগণের প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমবেদনা জানান।
বাসস/সবি/টিএ/অনুবাদ-এমএবি/১২১৫/শআ