বাজিস-৩ : জয়পুরহাটে অসহায়দের মাঝে ৫ লাখ টাকার উপকরণ বিতরণ

155

বাজিস-৩
জয়পুরহাট-উপকরণ বিতরণ
জয়পুরহাটে অসহায়দের মাঝে ৫ লাখ টাকার উপকরণ বিতরণ
জয়পুরহাট, ১৭ এপ্রিল, ২০১৯ (বাসস)ঃ ইউপিপি উজ্জীবিত প্রকল্পের আওতায় নির্বাচিত সেরা কিশোরী ক্লাব, সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের আয় বর্ধনমূলক কাজে সহায়তা হিসেবে বুধবার ৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
স্থানিয় বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের আয় বর্ধনমূলক কাজে সহায়তা হিসেবে ৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন উপকরণ বিতরই করে। এ উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়। জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারারোখ, জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মো: আবুল বাশার, উপ-পরিচালক রফিকুল ইসলাম বাদশা, সহকারি পরিচালক খোরশেদ আলম ও আফতাব উদ্দিন । অনুষ্ঠানে মাস ব্যাপী সেলাই পশিক্ষণ প্রাপ্ত ২৫ জন অসহায় মহিলাকে দোকান করার জন্য ৭০ গজ কাপড়সহ উপকরণ, ২০ টি কিশোরী ক্লাবকে ৩০ টি করে বই, বুকসেল্ফ, মেট্রেস ও কেরামবোর্ডসহ খেলাধুলার বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। যার মূল্য ৫ লাখ টাকা। ফুড সিকিউরিটি-২০১২ বাংলাদেশ উজ্জীবিত প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ৩ হাজার ৭৫০ জন মহিলাকে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বলে জানান, সংস্থার নির্বাহী পরিচালক নুরুল আমিন। যারা বিভিন্ন আয় বর্ধনমূলক কাজে নিজেদের সম্পৃক্ত করে দারিদ্রতাকে দূর করতে সক্ষম হয়েছেন।
বাসস/সংবাদদাতা/১১৩০/নূসী