নুসরাত হত্যাকান্ডে জড়িতদের কঠোর শাস্তি পেতে হবে : হানিফ

324

কুষ্টিয়া, ১৬ এপ্রিল, ২০১৯ (বাসস) : আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের সাথে জড়িত সকলকেই কঠোর শাস্তি পেতে হবে। কিন্তু এটা নিয়ে রাজনীতি করাটা অত্যন্ত দুঃখজনক।’
আজ কুষ্টিয়া আড়াই’শ শয্যার জেনারেল হাসপাতালে জাতীয় স্বাস্থ্য সপ্তাহ উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে ৯৩ দিন সারাদেশে মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তাদের মুখে বিচারের কথা হাস্যকর।’
তিনি বলেন, ‘আমরা দেশবাসীকে এটা আশ্বস্ত করতে পারি, এই হত্যাকান্ডের সাথে যারাই জড়িত আছে তাদের প্রত্যেককে কঠোর শাস্তি পেতে হবে।’
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি প্রসঙ্গে বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসাটা বিএনপির মূল লক্ষ্য নয়, তাদের লক্ষ্য হচ্ছে এটা নিয়ে রাজনীতি করা এবং তারা সেটাই করে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার (খালেদা জিয়া) প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হলে সরকার সেটি বিবেচনা করবে। অথচ বিএনপি তাদের সুর পাল্টে ফেলেছে। তারা বলছে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি দলীয় নয়, একান্তই ব্যক্তিগত ব্যাপার। তা হলে এতদিন তারা যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য কথা বলেছেন, এটা নিছক রাজনীতির জন্য করেছে, সেটা আজ প্রমাণিত।’
এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ হোসনে আরা, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এস এম মুসতানজীদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকারসহ চিকিৎসক ও দলীয় নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।