বাসস বাজিস-৮ : রমজান মাসে খুলনায় বাজার মনিটরিং করবে টাস্কফোর্স

115

বাসস বাজিস-৮
খুলনা-টাস্কফোর্স-রমজান মাস
রমজান মাসে খুলনায় বাজার মনিটরিং করবে টাস্কফোর্স
খুলনা, ১৬ এপ্রিল ২০১৯ (বাসস) : আসন্ন রমজান মাসে কৃত্রিম সংকট তৈরী করে কেউ যেন ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভেজাল খাদ্য বাজারজাত করতে না পারে সেলক্ষ্যে বাজার মনিটরিং করবে টাস্কফোর্স।
খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে আজ মঙ্গলবার তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের জানান, আগামী ঈদের আগেই পাটকল শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও তিনি ভূমি রেজিস্ট্রি অফিসসমূহ ডিজিটালাইজেশনের আওতায় আনার ঘোষণা দেন।
সভায় মাদক নিমূর্লে টাস্কফোর্সের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও সিদ্ধান্ত হয়। এছাড়াও কেউ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে পারবেনা এবং দুইজনের অধিক ব্যক্তি একটি মোটর সাইকেলে চড়তে পারবেন না বলে সভায় সিদ্ধান্ত হয়।
খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহি কর্মকর্তাসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/জেডএইচ/১৮১০/-এমকে