বাসস দেশ-১২ : দেশের ৬১ শতাংশ রেস্তোরাঁর মালিক তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে অবগত

174

বাসস দেশ-১২
তামাক-রেস্তোরাঁ
দেশের ৬১ শতাংশ রেস্তোরাঁর মালিক তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে অবগত
ঢাকা, ১৬ এপ্রিল, ২০১৯ (বাসস) : দেশের ৬১ শতাংশ রেস্তোরাঁর মালিক তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে অবগত। আর ৮২ দশমিক ৯ শতাংশ মালিক জানেন রেস্তোরাঁকে ধূমপানের ‘পাবলিক প্লেস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ধূমপান-বিরোধী প্রতীক ব্যবহার করা হয় ৬৩ শতাংশ রেস্তোরাঁয়।
আজ রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে দেশের রেস্তোরাঁয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের চিত্র সংক্রান্ত জরিপের প্রতিবেদন উপস্থাপনকালে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এ সকল তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, এদের মধ্যে ৪৩ শতাংশ সাইনসমূহ আইনের নির্দেশাবলী অনুসরণ করে। ৭ দশমিক ৫ শতাংশ রেস্তোরাঁয় তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে ধারণা থাকা সত্ত্বেও ধূমপানের সুবিধা দেওয়া হয়।
এ পরিস্থিতিতে তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলার জন্য কয়েকটি সুপারিশের কথা তুলে ধরে ইকবাল মাসুদ বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলার ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের কার্যালয়ে অধিক সম্পৃক্ততা প্রয়োজন। এ ছাড়াও আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাপযুক্ত ও তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার কথা তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অতিথি উপস্থিত ছিলেন ‘ভয়েজ’র হেড অব প্রোগ্রাম আজমল হোসেন, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের প্রোগ্রাম অফিসার আমিনুল ইসলাম সুজন, এটিএন বাংলার বার্তা সম্পাদক নাদিরা কিরন, দ্যা ভাইটাল স্ট্রাটেজির কান্ট্রি ম্যানেজার নাসিরউদ্দিন, নাটাবের নির্বাহী পরিচালক কামাল উদ্দিন এবং দ্যা ইউনিয়নের টেকনিক্যাল কনসালটেন্ট মাহবুবুল আলম তাহিন।
এছাড়াও ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স, ডাব্লিউবি বি ট্রাস্ট, গ্রাম বাংলা, টিসিআরসি এবং অন্যান্য তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধিরা গবেষণা প্রতিবেদনের ওপর মতামত প্রদান করেন।
ঢাকা আহ্ছানিয়া মিশনের হেল্থ সেক্টর এর তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির গবেষণা কার্যক্রমের আওতায় রেস্তোরাঁসমূহে তামাক নিয়ন্ত্রণ আইনের অনুসরণ করার মানদন্ড দেখার জন্য দেশব্যাপী পরিচালিত হয় এই জরিপ কার্যক্রম।দেশের আটটি বিভাগের ১৬ জেলার ৩৭২ জন রেস্তোরাঁ মালিকপক্ষ অংশগ্রহণ করেন এই কার্যক্রমে।
বাসস/সবি/এসএস/১৭১৫/-এসই