বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক : ভূমিমন্ত্রী

160

ঢাকা, ১৫ এপ্রিল, ২০১৯ (বাসস) : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলা নববর্ষ বাঙালির ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িক চেতনার প্রতীক।
তিনি আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে বাংলা নববর্ষে’র শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, স্বাধীনতার অন্যতম স্পিরিট ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। অসাম্প্রদায়িকতার আলোকে দেশ গঠন করাই বঙ্গবন্ধুর আদর্শ ছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন আমরা পৃথিবীর বুকে অন্যতম অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত।
নতুন বছর যেন সবার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনে এই আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
তিনি বলেন, আমারা যদি আমাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমাদের কাজের মধ্য দিয়ে মানুষের মনে স্থান করে নিতে পারব। নতুন বছরে আমাদের অঙ্গীকার থাকবে আমরা যেন সুন্দর ভাবে এবং সুনামের সাথে নিজ দায়িত্ব পালন করতে পারি।
এ সময় ভূমি সচিব (ভারপ্রাপ্ত) মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতি পুরনো অশুভ সব ফেলে দিয়ে নতুন বছরে নবোদ্যমে নিজেদের জনসেবায় নিয়োজিত করার আহবান জানান।