বাসস ক্রীড়া-৮ : অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন প্যাটিনসন, হ্যারিস

229

বাসস ক্রীড়া-৮
অস্ট্রেলিয়া-চুক্তি
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন প্যাটিনসন, হ্যারিস
সিডনি, ১৫ এপ্রিল, ২০১৯ (বাসস/এএফপি): অস্ট্রেলিয়া ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ফাস্ট বোলার জেমস প্যাটিনসন এবং ওপেনার মার্কাস হ্যারিস। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ ঘোষিত ২০ সদস্যের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি ক্যামেরন বেনক্রফট, পিটার সিডল কিংবা মার্নাস লাবুশেনের।
গত এক বছরের পারফরমেন্সের ভিত্তিতে ২০১৯-২০ মৌসুমের জন্য ২০ খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করা হয়েছে। তালিকায় আছেন বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে এক বছর নিষিদ্ধ থাকা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এ দুজনের বিষয়টি ভিন্নভাবে দেখা হয়েছে। তবে চুক্তিতে জায়গা পাননি বল টেম্পাংিয়ের আরেক নায়ক ব্যানক্রফট।
প্রধান নির্বাচক ট্রেভর হন্স বলেন, ‘২০১৯-২০ মৌসুমের জন্য আমরা এমন সব খেলোয়াড়দের চুক্তির আওতায় এনেছি, যারা এ সময়ে তিন ফর্মেটেই অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করতে পারেবে বলে আমরা বিশ্বাস করি। ইংল্যান্ড অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ও এ্যাশেজ সিরিজ জয়ে যারা আমাদের লক্ষ্য পুরনে সক্ষম হবে এবং যারা তিন ফর্মেটেই অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবে সেটি বিবেচনা করেই আমরা চুক্তির তালিকা করেছি।’
আগেরবারের চুক্তি থাকলেও এবার বাদ পড়েছেন ম্যাট রেনশ, কেন রিচার্ডসন, বিলি স্টানলেক, এন্ড্রু টাই, মিচেল মার্শ এবং এ্যাস্টন আগার।
চুক্তিবদ্ধ খেলোয়াড় তালিকা : প্যাট কামিন্স, নাথান কালটার নাইল, এ্যালেক্স ক্যারি, এ্যারন ফিঞ্চ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, ট্রেভিস হেড, জশ হ্যাজেলউড, নাথান লিঁয়, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, টিম পাইন, জেমস প্যাটিনসন, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, এডাম জাম্পা।
বাসস/এএফপি/স্বব/১৮২০/মোজা/নীহা