বাসস দেশ-২৩ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদন্ড

223

বাসস দেশ-২৩
রাবি-শিক্ষক- হত্যা-রায়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদন্ড
রাজশাহী, ১৫ এপ্রিল, ২০১৯ (বাসস) : বহুল আলোচিত রাজশাহী বিশ্ব বিদ্যালয় (রাবি)-র শিক্ষক অধ্যাপক একেএম সাইফুল ইসলাম লিলন হত্যাকান্ডে জড়িত থাকায় তিন ব্যক্তিকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে।
মৃত্যুদ-প্রাপ্ত আসামীরা হচ্ছে, বিএনপি নেতা আব্দুস সামাদ পিন্টু ও যুবদল নেতা আরিফুল ইসলাম মানিক ও সবুজ শেখ। রাজশাহী বিভাগের দ্রুত বিচার ট্রাইুব্রুনালের বিচারক অনুপ কুমার আজ জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৮ জনকে বেকসুর খালাস দেয়া হয়।
গত ২০১৪ সালের ১৫ নভেম্বর নগরীর মতিহার থানার চোদ্দপাই এলাকায় অজ্ঞাত পরিচয় দৃষ্কৃতকারীরা অধ্যাপক সাইফুল ইসলামকে (৪৮) সাইফুল ইসলামকে ছুড়িকাত করে হত্যা করে। ক্যাম্পাসে তিনি একজন প্রগতিশীল শিক্ষক ও লালন গীতির অনুরাগী হিসেবে পরিচিত ছিলেন।
রাবি-র রেজিস্ট্রার অজ্ঞাত সন্ত্রাসীদের আসামী করে এই ঘটনায় হত্যা মামলা দায়ের করে। আরএমপি-র গোয়েন্দা শাখার ইন্সপেক্টর রেজাউস সাদিক ২০১৫ সালের ৩০ নভেম্বর এই মামলার অভিযোগপত্র দাখিল করেন।
বাসস/অনু-জেজেড/১৮০৫/-আরজি