বাসস দেশ-২০ : শিক্ষকদের সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান

182

বাসস দেশ-২০
পররাষ্ট্র প্রতিমন্ত্রী – সাধারণ সভা
শিক্ষকদের সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান
রাজশাহী, ১৫ এপ্রিল, ২০১৯ (বাসস) : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদেরকে সততা ও আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন।
তিনি রোববার চারঘাট পাইলট স্কুলে মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির চারঘাট উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,‘শিক্ষার্থীদের অবশ্যই যোগ্য নাগরিক হিসেবে বেড়ে উঠতে হবে, কারণ ভবিষ্যতে তারাই দেশের নেতা। আর তাদেরকে গড়ে তুলতে শিক্ষকদেরও ভূমিকা রয়েছে।’
মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির চারঘাট উপজেলা শাখার সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বক্তৃতা করেন।
শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে শিক্ষার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
বাসস/এএইচ/জেডাারএম/১৭৪৫/অমি