বাসস দেশ-৯ : টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৩ জন নিহত

173

বাসস দেশ-৯
টাঙ্গাইল-দুর্ঘটনা
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
টাঙ্গাইল, ১৫ এপ্রিল, ২০১৯ (বাসস) : টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৩জন নিহত হয়েছে।
রোববার দুপুরে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলায় আদাবাড়ি এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২শিক্ষার্থী নিহত হয়।
নিহতরা হল- উপজেলার আনালিয়াবাড়ি এলাকার মোকলেসের পুত্র সাত্তার (১৭) ও দুলালের পুত্র সেলিম (১৮)।
সাত্তার একাদশ শ্রেণীর ছাত্র এবং সেলিম এসএসসি পরীক্ষার্থী ছিল।
কালিহাতীর থানার (ওসি) মীর মোশারফ হোসেন জানান, নিহতরা এলেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে ভূঞাপুরে যাচ্ছিল। পথে যদুরপাড়া মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে। তারা দুইজনই নববর্ষ উপলক্ষে বেড়াতে যাচ্ছিল।
এদিকে রোববার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপায় এক মানসিক প্রতিবন্ধি নারীর (৪৫) মৃত্যু হয়েছে। উপজেলার পাকুটিয়া বাসস্টেশনের কাছে ফুলহারা খনিরচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে ঘাটাইল থানা পুলিশ রাস্তা থেকে ওই নারীর থেতলে যাওয়া মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায়। নিহত নারীর নাম মিনুতি রানী (৪৫)।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি উপজেলার পাকুটিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পরিত্যাক্ত ঘরে থাকত।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৬১৫/-আসচৌ