বাসস বাজিস-৫ : মাগুরায় কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

169

বাসস বাজিস-৫
মাগুরা-ধানবীজ ও সার
মাগুরায় কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ
মাগুরা, ১৫ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আজ সোমবার দুপুরে ৮শ’ ৮০ কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের খরিপ-১ মৌসুমে উফশী জাতের আউশ ধান চাষের জন্য বিনামূল্যে এসব ধান বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রুস্তুম আলী ও সদর উপজেলা কৃষি অফিসার রুহুল আমীন প্রমুখ।
অনুষ্ঠানে ৮শ’ ৮০ জন কৃষকের প্রত্যেককে- ৫ কোজি আউশ ধানের বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
সাইফুজ্জামান শিখর এমপি বলেন, ‘বর্তমান সরকারের সময়ে দেশে কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপির সময়ে এ দেশে খাদ্য ঘাটতি ছিল। সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কল্যাণে কাজ করছেন। এ কারনে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন।’ এ উন্নয়নের সাফল্য প্রচাররের জন্য তিনি কৃষকসহ সকলের প্রতি আহবান জানান।
বাসস/সংবাদদাতা/১৫৪৫/-এমকে