বাজিস-৩ : বরগুনায় ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অর্থ সহায়তা

161

বাজিস-৩
বরগুনা-অর্থ সহায়তা
বরগুনায় ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অর্থ সহায়তা
বরগুনা, ১৫ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার আমতলী ও তালতলী উপজেলার ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার অর্থ সহায়তা অনুদান দিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠানগুলোতে চালু থাকা সততা সংঘের কার্যক্রম পরিচালনায় সহায়তা করতে এ অর্থ সহায়তা বলে জানিয়েছেন দুদক-পটুয়াখালীর সমন্বিত কার্যালয়ের কর্মকর্তা দাইদুর রহমান।
সোমবার জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের মাধ্যমে আমতলী উপজেলার ৬৮ টি ও তালতলী উপজেলার ৩০টি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেন দুদক-পটুয়াখালীর সমন্বিত কার্যালয়ের উপ সহকারি পরিচালক আরিফ হোসেন। এ সময়ে উপস্থিত ছিলেন বরগুনার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন।
দুদক-পটুয়াখালীর সমন্বিত কার্যালয়ের উপ সহকারি পরিচালক আরিফ হোসেন জানিয়েছেন, সততা সংঘের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি বিরোধী বির্তক, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার জন্য মোট ২ লাখ ১৫ হাজার ৬শ’ টাকা বিতরণ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৪০০/নূসী