খিলক্ষেতে বিআরটিসির বাস ডিপোতে অগ্নিকান্ডে ১১টি বাস ভস্মীভূত

272

ঢাকা, ৯ জুন ২০১৮ (বাসস): রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ডিপোতে অগ্নিকান্ডে ১১টি বাস পুড়ে গেছে। এর মধ্যে ৬টি একতলা বিশিষ্ট এবং পাঁচটি ডাবলডেকার বাস রয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বাসসকে আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুর্মিটোলা, বাড়িধারা ও উত্তরা ফায়ার স্টেশন থেকে ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে। পরে রাত ৪টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি জানা যায়নি। এছাড়া আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রাসেল শিকদার জানান, ওই বাস ডিপোতে ডাবলডেকারসহ ১৫০টি বাস ছিল। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটি দ্রুত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দিবে বলে তিনি উল্লেখ করেন।