বাসস দেশ-১৮ : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপিত

350

বাসস দেশ-১৮
নববর্ষ-উদযাপন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপিত
ঢাকা, ১৪ এপ্রিল, ২০১৯ (বাসস) : বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ রোববার বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপিত হয়েছে।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পূবালী ব্যাংকের সামনে শাহবাগ মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএসএমএমইউ ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার।
এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে বিএসএমএমইউ-এর রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।
রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম উদ্বোধনের সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, ভারপ্রাপ্ত পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ নাজমুল করিম মানিক, ট্রান্সফিউশন মেডিসন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএন/২৪২০/এবিএইচ