অবশেষে প্রথম জয়ের দেখা পেল কোহলির ব্যাঙ্গালুরু

275

চন্ডিগড়, ১৪ এপ্রিল, ২০১৯ (বাসস) : অবশেষে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয়ের মুখ দেখলো বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রথম ছয় ম্যাচ হারের পর নিজেদের সপ্তম খেলায় কিংস ইলেভেন পাঞ্জাবকে ৮ উইকেটে হারিয়েছে ব্যাঙ্গালুরু।
গতরাতে চন্ডিগড়ে টস জিতে ফিল্ডিং বেছে নেয় ব্যাঙ্গালুরু। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইলের অপরাজিত ৯৯ রানে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৩ রানের লড়াকু সংগ্রহ পায় পাঞ্জাব। ৬৪ বল মোকাবেলা করে ১০টি চার ও ৫টি ছক্কা মারেন গেইল।
জবাবে ১৭৪ রানের লক্ষ্যে কোহলি ও দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্সের জোড়া হাফ-সেঞ্চুরিতে এবারের আসরে প্রথম জয় দেখে ব্যাঙ্গালুরু। কোহলি ৮টি চারে ৫৩ বলে ৬৭ এবং ডি ভিলিয়ার্স ৫টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৫৯ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন ডি ভিলিয়ার্স।
এই হারে ৮ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে পাঞ্জাব। ৭ খেলায় মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম ও শেষ দল ব্যাঙ্গালুরু।