বিআইএসসি’র নির্ঝর-এ নববর্ষ-১৪২৬ উদযাপিত

287

ঢাকা, ১৪ এপ্রিল, ২০১৯ (বাসস): ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বিআইএসসি) নির্ঝর-এ বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপিত হয়েছে ।
‘আপন আলোয় অস্তিত্বের শেকড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বর্ষবরণ উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সেনানিবাসের (সদর দপ্তর লজিস্টিক্স এরিয়া) এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির সহধর্মিণী নুরজাহান আহমেদ।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে নানা গান, নাটক আর নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় আবহমান বাংলার লোকজ ঐতিহ্যকে।
বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় হাডুডু, ঘুড়ি ওড়ানো উৎসব, মোরগ লড়াই ইত্যাদি।
প্রধান অতিথি এসব খেলাধুলা উপভোগ করেন।
এসময় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ মোজাম্মেল হক এবং অধ্যক্ষ লেঃ কর্ণেল মোঃ মোকসেদ আলীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।