বাসস দেশ-২৬ : বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণের প্রস্তুতি চট্টগ্রামে

374

বাসস দেশ-২৬
বর্ষবরণ-চট্টগ্রাম
বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণের প্রস্তুতি চট্টগ্রামে
চট্টগ্রাম, ১৩ এপ্রিল, ২০১৯ (বাসস) : নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রাম। নগরীর চারটি স্থানে বড় আকারেসহ কয়েকটি স্থানে বর্ষবরণের অনুষ্ঠানকে ঘিরে নানা প্রস্তুতি নেয়া হয়েছে। এসব অনুষ্ঠানস্থলকে ঘিরে ইতিমধ্যে পুলিশ বিশেষ নজরদারি শুরু করেছে।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পাশাপাশি নগরীর বড় বড় হোটেল ও রেস্তোরাঁয় বাঙালির এই উৎসব উদ্যাপনে নেয়া হয়েছে নানা কর্মসূচি। বাঙালির খাবার, পোশাক, গান, নাচ আর প্রাণে প্রাণে মিলনের এই আয়োজনে নগরীর সর্বসাধারণও অংশগ্রহণ করবেন।
এদিকে চট্টগ্রামের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান নিজ উদ্যোগে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করেছে বলে জানা গেছে।
নগরীর ডিসি হিল, সিআরবি শিরীষতলা, চবি চারুকলা ইনস্টিটিউট, পতেঙ্গা সমুদ্র সৈকত, নেভাল-২, জেলা শিল্পকলা একাডেমি, জামালখাঁন ডা. খাস্তগীর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ, চট্টগ্রাম প্রেস ক্লাব, রেডিসন ব্লু, হোটেল আগ্রাবাদ, হোটেল সেন্টমার্টিন, লর্ডস ইন, হোটেল পেনিনসুলা, হোটেল দি এলিনা, হোটেল বোনানজা, প্রেস ক্যাফে, বৈশাখী হোটেলসহ প্রায় রেস্তোরাঁয় বাংলা বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবারের পহেলা বৈশাখ ‘নন্দিত স্বদেশ, নন্দিত বৈশাখ’ শ্লোগানে বরণ করবে নতুন বছরকে।
ডিসি হিলে রবিবার বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে ভোর ৬টায়। অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নগরীর বাদশা মিয়া সড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে পহেলা বৈশাখের শোভাযাত্রা শুরু হয়ে ডিসি হিল পর্যন্ত এসে ফিরে যাবে চারুকলা চত্বরে। ইনস্টিটিউটে চলবে দিনব্যাপী অনুষ্ঠান।
নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রাম-এর উদ্যোগে সিআরবি চত্বরে শিরীষতলায় রবিবার সকাল ৮টায় শুরু হবে বর্ষবরণ অনুষ্ঠান। বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে সাহাব উদ্দিনের বলিখেলা। নেভাল-২ তে পহেলা বৈশাখ সকাল ১০টায় শুরু হবে অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনে থাকবে র‌্যালী, নৃত্য, যাদু প্রদর্শন, বাংলা গান প্রভৃতি। অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বাসস/জিই/এসকেবি/২০১৫/কেকে