বাসস দেশ-২৪ : বাংলাদেশ থেকে আরো ওষুধ নিতে ভূটানের আগ্রহ প্রকাশ

316

বাসস দেশ-২৪
ভূটান- স্বাস্থ্য
বাংলাদেশ থেকে আরো ওষুধ নিতে ভূটানের আগ্রহ প্রকাশ
ঢাকা, ১৩ এপ্রিল, ২০১৯ (বাসস) : বাংলাদেশ থেকে আরো ওষুধ ও বিশেষজ্ঞ চিকিৎসক নিতে আগ্রহ প্রকাশ করেছে ভূটান।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হোটেল স্যুটে সাক্ষাৎকালে বাংলাদেশ সফররত ভূটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বৈঠক শেষে বাসস’র সঙ্গে আলাপকালে বলেন,উভয় দেশ স্বাস্থ্য সেক্টরে সহযোগিতা বৃদ্ধি করতে এক সঙ্গে কাজ করতে পারে।
বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজে ভূটানের শিক্ষার্থীদের জন্য কোটা বাড়াতে অনুরোধের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন সরকার সেদেশের মেডিকেল শিক্ষার্থীদের জন্য আরো ৫ টি আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
পরে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই একই ভেনুতে ভূটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
ভূটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দুই মন্ত্রীর পৃথক বৈঠকে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাসস/কেএকে/অনু- অমি/১৯৩৫/-আসচৌ