বাংলাদেশের নৌ-স্থল বন্দরসহ নৌরুট ব্যবহারের আগ্রহ ভুটানের

375

ঢাকা, ১৩ এপ্রিল (বাসস) : ভুটান বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরসহ বিভিন্ন স্থলবন্দর এবং নৌরুট ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে।
সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এর সাথে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সাক্ষাত করলে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ এক্ষেত্রে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
সাক্ষাতকালে এছাড়া তারা পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ উপস্থিত ছিলেন।
ভূটান বাংলাদেশের স্থল ও নৌবন্দর ব্যবহারের ফলে কার্গো হ্যান্ডলিং এবং বাণিজ্য বৃদ্ধি পাবে। এতে বাংলাদেশের রাজস্ব আয় বেড়ে যাবে।