বাসস দেশ-২২ : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

332

বাসস দেশ-২২
মরদেহ-হস্তান্তর
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
ঢাকা, ১৩ এপ্রিল, ২০১৯ (বাসস) : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ শুক্রবার দিবাগত মধ্যরাতে দেশে পৌঁছেছে।
মধ্যরাত ১টা ৫ মিনিটে মালয়েশিয়া এয়ারলাইন্সের (এমএইচ-১৯৬) মরদেহ বহনকারী মালয়েশিয়া এয়ারলাইনসের (এমএইচ -১৯৬) ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে নিহতদের মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় প্রবাসী কল্যাণ ডেক্স থেকে তাদের নিহতদের প্রত্যেকের পরিবারকে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেন বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মালয়েশিয়া থেকে যাদের মরদেহ দেশে আনা হয়েছে তারা হলেন, চাঁদপুর ফরিদগঞ্জ থানার বাসিন্দা আল আমিন (২৪), একই জেলার হাজীগঞ্জ থানার সোহেল (২৪), নোয়াখালীর চাটখীলের গোলাম মোস্তফা (২২), কুমিল্লার লাকসামের মহিন (৩৭) ও একই জেলার দাউদকান্দির রাজু মুন্সী (২৬)।
বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের এএসপি (মিডিয়া) তারিক আহমেদ বাসসকে এ কথা জানিয়ে বলেন, শনিবার ভোর ৪টার পর পরিবারের স্বজনরা লাশ নিজ নিজ বাড়ির উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেছেন।
গত ৭ এপ্রিল রাত ১১টা ১০ মিনিটের দিকে একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো, জালান এস ৮ পেকেলিলিংয়ের পাশে তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়ির চালকসহ ১০ জন নিহত হন। বাসটিতে মোট ৪৩ যাত্রী ছিল। যাত্রীদের সবাই এমএএস কার্গো কমপ্লেক্সের চুক্তিভিত্তিক শ্রমিক।
বাসস/সংবাদদাতা/বিকেডি/১৯৩০/এসই