বাজিস-১১ : টাঙ্গাইলে স্নানোৎসবে পূণ্যার্থীদের ঢল

410

বাজিস-১১
টাঙ্গাইল- স্নানোৎসব
টাঙ্গাইলে স্নানোৎসবে পূণ্যার্থীদের ঢল
টাঙ্গাইল, ১৩ এপ্রিল ২০১৯ (বাসস) : ‘হে লৌহিত্য আমার পাপ হরণ করো’Ñ এই মন্ত্র উচ্চারণ করে সনাতন ধর্মাবলম্বীরা যমুনা নদীতে স্নান করছেন। এর মাধ্যমে জাগতিক সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণে ঘেরা জীবন থেকে পাপ মুক্ত হবেন এমনটাই বিশ্বাস নদে স্নান করতে আসা হাজার হাজার পূর্ণ্যাথীদের।
শনিবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীর খানুরবাড়ি যমুনা নদীতে স্নানোৎসবে পূণ্যার্থীর ঢল নামে।
স্নান উপলক্ষে স্নানোৎসব কমিটি পূণ্যার্থীদের সেবা দিতে বিভিন্ন ক্যাম্প স্থাপন করেন। এসব ক্যাম্প থেকে পূণ্যার্থীদের রান্না করা খাবার, স্নান ঘাটে কাপড় পাল্টানোর পর্যাপ্ত ব্যবস্থা ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়। আগত পুণ্যার্থীরা উৎসবের ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
স্নান উৎসবকে কেন্দ্র করে স্নান ঘাটে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৯১০/মরপা