বাসস দেশ-১৯ : হাসপাতালগুলোতে দালাল নির্মূলের আহবান বিমান প্রতিমন্ত্রীর

331

বাসস দেশ-১৯
বিমান প্রতিমন্ত্রী-মতবিনিময়
হাসপাতালগুলোতে দালাল নির্মূলের আহবান বিমান প্রতিমন্ত্রীর
হবিগঞ্জ, ১৩ এপ্রিল, ২০১৯ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে হাসপাতালগুলোতে দালাল নির্মূলের আহবান জানিয়েছেন।
আজ শনিবার দুপুরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মাসিক ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘হাসপাতালগুলো থেকে দালাল নির্মুল করতে হবে। নয়তোবা সেবা গ্রহীতারা তাদের (দালাল) দ্বারা প্রতারিত হবে।’
মাহবুব আলী হাসপাতালের ভেতরে ও বাহিরে সার্বক্ষণিক পরিস্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়ে বলেন, ‘হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্ন না থাকলে এখানে সেবা নিতে আসা রোগীরা আরো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হবে। সাধারণ জনসাধারণকেও পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকতে হবে। কারো একার পক্ষে হাসপাতালকে পরিচ্ছন্নতা রাখা সম্ভব নয়।’
তিনি এসময় চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার হাসপাতাল তৈরী করেছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের নিয়ম মেনে চাকুরী করতে হবে।’
মতবিনিয়ময় সভা শেষে প্রতিমন্ত্রী হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের প্রতিটি কক্ষ ঘুরে দেখেন। এসময় ওয়াশরুম সহ কিছু কিছু স্থান অপরিচ্ছন্নতা দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত পরিস্কার করার জন্য নির্দেশ দেন।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রতীন্দ্র রায় চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সাইফুর রহমানসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/এমএন/১৯০০/কেএমকে