বাসস দেশ-১৮ : দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানালেন এরশাদ

330

বাসস দেশ-১৮
নববর্ষ -এরশাদ- শুভেচ্ছা
দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানালেন এরশাদ
ঢাকা, ১৩ এপ্রিল, ২০১৯ (বাসস) : সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।
বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
বিবৃতিতে এরশাদ বলেন, ১৪২৬ সন দেশ ও জাতির জন্য বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি এবং উন্নয়নের নিরবিচ্ছিন্ন ধারা। নতুন বছরে জন-জীবনের পুঞ্জিভুত সমস্যার সমাধানে অগ্রগতি হবে এবং উন্নয়ন ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত করে নববর্ষ বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
বিরোধী দলীয় নেতা বলেন, ‘আমাদের হাজার বছরের ঐতিহ্যের ইতিহাসে জাতি সব সময় পহেলা বৈশাখকে বরণ করে নেয়ার আনন্দে মেতে উঠে। আমরা সীমাহীন সমস্যার মধ্যেও নববর্ষকে স্বাগত জানাই উৎসবের আমেজ নিয়ে। ’
তিনি বলেন, বিগত ১৪২৫ সালের তিক্ত অভিজ্ঞতাকে মুছে ফেলে আগামী বছরের সময়টুকুকে স্মরণীয় করে রাখতে আমরা দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।
বাসস/সবি/এমএআর/১৮৫৫/জেজেড