বাসস দেশ-১৭ : নব বর্ষবরণ উপলক্ষে জাতীয় পার্টি কর্মসূচি

217

বাসস দেশ-১৭
নববর্ষ- জাপা-কর্মসূচি
নব বর্ষবরণ উপলক্ষে জাতীয় পার্টি কর্মসূচি
ঢাকা, ১৩ এপ্রিল, ২০১৯ (বাসস) : বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন ও বর্ষবরণ উপলক্ষে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পার্টির কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীর মোহাম¥দপুরের বিজলীমহল্লা তরুণ সংঘ মাঠে জাতীয় পার্টির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পান্তা-ইলিশে আপ্যায়নসহ দিনভর বিভিন্ন অনুষ্ঠানমালা।
কর্মসূচির অংশ হিসেবে পহেলা বৈশাখ সকাল ৯ টায় তরুণ সংঘ মাঠ থেকে বৈশাখের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এছাড়া সকাল ১০টায় একই স্থানে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা।
এছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি ও প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আলোচনা সভা শেষে র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বাসস/সবি/এমএআর/১৮৫৫/এসই