বাসস বিদেশ-৪ : রাশিয়ার সাথে ক্ষেপণাস্ত্র চুক্তি প্রশ্নে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর আশা ভারতের

131

বাসস বিদেশ-৪
ভারত-প্রতিরক্ষা-নিষেধাজ্ঞা
রাশিয়ার সাথে ক্ষেপণাস্ত্র চুক্তি প্রশ্নে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর আশা ভারতের
নয়াদিল্লি, ১৩ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : ভারত আশা করছে, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় নিয়ে তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে পারবে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিথারমন এএফপি’কে একথা বলেন। খবর এএফপি’র।
এ সপ্তাহে দেয়া এক সাক্ষাতকারে মন্ত্রী বলেন, ৫.২ বিলিয়ন ডলার ব্যয়ে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের তাদের চুক্তির বিষয়টি মার্কিন প্রশাসনকে অবহিত ও এর পরিপ্রেক্ষিত তুলে ধরা হয়েছে।
রাশিয়ার সামরিক সরঞ্জামাদি ক্রয় করায় বিভিন্ন দেশের ওপর অবরোধ আরোপে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অক্টোবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ চুক্তি করেন। এ নিষেধাজ্ঞা ২০১৪ সালে ইউক্রেনে রাশিয়া হামলা চালানোয় মস্কোকে শায়েস্তা করার বিভিন্ন পদক্ষেপের একটি অংশ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীনের এস-৪০০ ও অন্যান্য সামরিক সরঞ্জামাদি ক্রয় করা নিয়ে গত বছর বেইজিংয়ের সামরিক সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এছাড়া তারা এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করায় ন্যাটোর সদস্য দেশ তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে।
সিথারমন বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের আগেই এস-৪০০ বিষয়ে মস্কোর সাথে আলোচনা শুরু করা হয়।
তিনি বলেন, এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে ব্যাখ্যা দেয়া হয়েছে এবং বিষয়টি যুক্তরাষ্ট্রকে অবহিত করাও হয়েছে।
এক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্রের অবরোধ এড়াতে পারবে কিনা জানতে চাইলে সিথারমন দৃঢ়ভাবে বলেন, ‘হ্যাঁ, আমি তা আশা করছি।’
বাসস/এমএজেড/১৬২০/জুনা