বাসস দেশ-৬ : দেশের নদ-নদীর নাব্যতা রক্ষায় সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী

149

বাসস দেশ-৬
জাহিদ ফারুক-নদী-পরিদর্শন
দেশের নদ-নদীর নাব্যতা রক্ষায় সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী
নেত্রকোনা, ১৩ এপ্রিল, ২০১৯ (বাসস) : পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, দেশের নদ-নদী দখলমুক্ত করা এবং নাব্যতা রক্ষায় সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে, যা দেশের জনগণের কাছে দৃশ্যমান।
আজ শনিবার নেত্রকোনার মগড়া নদী পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি এসময় জেলা প্রশাসন এবং স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে নেত্রকোনার মগড়া নদী খনন এবং নাব্যতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পানি সম্পদ রক্ষায় যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সরকার তা করবে।
এসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, মন্ত্রনালয়ের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ^াস, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী এবং নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/এমএন/১৫৪৭/-আসচৌ