বাসস ক্রীড়া-৫ : ডাবল লিড নিলো জিম্বাবুয়ে

155

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-ওয়ানডে
ডাবল লিড নিলো জিম্বাবুয়ে
হারারে, ১৩ এপ্রিল, ২০১৯ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৪ রানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং-এ নামে জিম্বাবুয়ে। ব্যাট হাতে নেমেই বিপদে পড়ে সংযুক্ত আরব আমিরাত। ১২ রানে ৩ উইকেট হারায় তারা। প্রতিপক্ষের পতন হওয়া ৩টি উইকেটই নেন জিম্বাবুয়ের পেসার কাইল জার্ভিস। এরপর ১৩১ রানের জুটি গড়েন গুলাম সাব্বার ও শাইমান আনোয়ার। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। সাব্বার ৫৬ ও আনোয়ারের ৭২ রান করেন।
সংযুক্ত আরব আমিরাতের ইনিংসের ২৯ ওভারের পর বৃষ্টি নামলে ম্যাচটি ৩৫ ওভারে নির্ধারিত হয়। তাই শেষ পর্যন্ত ৩৫ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করে সংযুক্ত আরব আমিরাত। এতে জিম্বাবুয়ের সামনে বৃষ্টি আইনে জয়ের লক্ষ্য দাড়ায় ৩৫ ওভারে ২১০ রান। জিম্বাবুয়ের জার্ভিস ১৭ রানে নেন ৪ উইকেট।
জবাবে ২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯২ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে যায় জিম্বাবুয়ে। তবে পঞ্চম উইকেটে দুর্দান্ত এক জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে আসেন রেগিস চাকাবাভা ও অধিনায়ক পিটার মুর। দু’জনে ৩২ ওভার শেষে দলের স্কোর ১৮৫ রানে নিয়ে যান। এরপর বৃষ্টি ও আলো স্বল্পতার কারনে ম্যাচটি আবারো বন্ধ হয়ে যায়। তাই বৃষ্টি আইনে ঐ সময় ৪ রানে এগিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।
চাকাবাভা ১০১ বলে অপরাজিত ৭৮ ও মুর ৩৩ বলে অপরাজিত ৪৫ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন মুর। একই ভেন্যুতে আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।
বাসস/এএমটি/১২২০/নীহা